আজ বার্জার পেইন্টসের পর্ষদ সভা

Posted on January 24, 2023

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক রঙ উৎপাদক বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) বার্জার পেইন্টসের সমন্বিত নিট আয় হয়েছে ১ হাজার ২৩৪ কোটি ৪৬ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৯৭৮ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত নিট আয় বেড়েছে ২৫৫ কোটি ৯৯ লাখ টাকা বা ২৬ দশমিক ১৬ শতাংশ। প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৩৬ কোটি ৫০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ১৭ কোটি ৫০ লাখ টাকা বা ১৪ দশমিক ৭০ শতাংশ। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৯ টাকা ৪৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৫ টাকা ৬৬ পয়সা।