শাহজাদপুরে সাংবাদিক জাহানের বাড়িতে হামলা ভাংচুর

Posted on April 23, 2024

সিরাজগঞ্জ প্রতিনিধি : দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক মো: মুমীদুজ্জামান জাহানের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের চুনিয়াখালিপাড়া মহল্লার বাড়িতে সোমবার (২২ এপ্রিল) গভির রাতে দূর্বৃত্তরা হামলা চালিয়ে জানালার গ্লাস ভাংচুর করে ১০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে।

এ ঘটনায় সাংবাদিক জাহানের বাবা আনোয়ার হোসের বাদি হয়ে মঙ্গলবার সকালে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী আনোয়ার হোসেন বলেন, ব্যাংক থেকে ৭ লাখ টাকা ঋণ তুলে না দেয়ায় আমার ছোট মেয়ে হাবিবুল্লাহনগর ইউনিয়নের কুমিরগোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা: আইরিন পারভীনকে (৪২) কিছুদিন আগে তার অর্থলোভী পাষন্ড স্বামী আজিজুর রহমান বিদ্যুৎ(৪৪) গলা টিপে ও মাছ কাটা বটি দা দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এছাড়া প্রায় ১ মাস ধরে তার ৫ বছরের মেয়ে আবিদা আনজুমকে পাবনার সাঁথিয়া উপজেলার ছেচানিয়া আফতাব নগর নাছিমা পারভীন বিনা(৪৭) নামের বোন ও তার স্বামী আল আমিনের বাড়িতে আটকে রেখেছে।

এরপর থেকে মায়ের জন্য রাতদিন কান্নাকাটি করে ৫ বছরের অবুঝ শিশু আবিদা আনজুম অসুস্থ্য হয়ে পড়লেও তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিচ্ছে না সাতবাড়িয়া ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান ও চর বেলতৈল গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে অর্থলোভী আজিজুর রহমান বিদ্যুৎ। এ ঘটনায় গত ২২ এপ্রিল সোমবার দুপুরে শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমার মেয়ে আইরিন পারভীন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এ হামলার ঘটনা ঘটাতে পারে। এ ছাড়া আমার বাড়ির সামনে মাদকসেবি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের উৎপাতে অতিষ্ঠ্য হয়ে মাঝেমধ্যে আমি ও আমার পরিবারের লোকজন তাদের বাঁধা নিষেধ করে থাকি। অপরদিকে আমার বড় ছেলে মো: মুমীদুজ্জামান জাহান একজন সাংবাদিক। সে প্রায়ই বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির বিরুদ্ধে বস্তুানষ্ঠ্য ও সত্য তথ্য তুলে ধরে সংবাদ পরিবেশন করে থাকে। এ সব কারণে ক্ষুব্ধ দূর্বৃত্তরা এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এ বিষয়ে সাংবাদিক জাহান বলেন, সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে দূর্বৃত্তরা হামলা চালিয়ে জানালার গ্লাস ভাংচুর করে পালিয়ে যায়। বিকট শব্দে আমরা ঘুম থেকে জেগে উঠে এ অবস্থা দেখতে পাই।

এ বিষয়ে আজিজুর রহমান বিদ্যুৎ এ অভিযোগ অস্বীকার করে বলেন, হামলা ও জানালার গ্লাস ভাংচুরের সাথে আমি জড়িত নই। শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'