সিঙ্গার বিডির ক্রেডিট রেটিং সম্পন্ন

Posted on April 23, 2024

রাব্বি : পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১৩৭.০০ টাকা থেকে ১৬৭.০০ টাকায়। গতকাল সমাপনী শেয়ার দর ছিল ১৪২.২০ টাকা, ওপেনিং দর ছিল ১৩৯.৩০ টাকা, আজকের দিনে দর উঠানামা করেছে ১৩৯.৩০ টাকা থেকে ১৪৩.১০ টাকার মধ্যে এবং সমাপনী দর ছিল ১৪০.১০ টাকা। ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থা করেছে।