স্পোর্টস ডেস্ক : চলমান আইপিএলে দুর্দান্ত বোলিং করছেন মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত ৬ ম্যাচে ১১ উইকেট তুলে চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ উইকেটশিকারি মোস্তাফিজ। গড় ২০.৫৪, ইকোনোমি ৯.৪১। এছাড়া শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় তিনি আছেন ষষ্ঠ স্থানে। চেন্নাই সুপার কিংসের হয়ে আর মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পাবেন ফিজ। তার মধ্যে আজ মঙ্গলবার ঘরের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবেন তিনি।
এই ম্যাচের আগে মোস্তাফিজুর রহমানের ভূয়সী প্রংশসা করেছেন চেন্নাইর কোচ মাইক হাসি। পাশাপাশি এও জানিয়েছেন, মোস্তাফিজ চলে গেলে তারা খুব কষ্ট পাবেন।
‘সে (মোস্তাফিজুর রহমান) অসাধারণ স্লো বল করতে পারে। আর সেই বল খেলা খুব কঠিন। বিশেষ করে চেন্নাইর মাঠে। আসলে সে যখন বাংলাদেশে ফিরে যাবে তখন আমরা খুব কষ্ট পাবো। তবে তাকে অবশ্যই যেতে হবে। কারণ, তার দেশ তাকে ডেকে পাঠিয়েছে। আমরা তাকে যতোদিন সম্ভব রাখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সে যে পারফরম্যান্স করেছে তাতে আমরা খুশি।’
আইপিএলের এবারের আসরের ৩৯তম ও নিজেদের অষ্টম ম্যাচে রাত ৮টায় লক্ষ্ণৌর মুখোমুখি হবে চেন্নাই। ৭ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে চেন্নাই আছে টেবিলের চতুর্থ স্থানে। আর সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে লক্ষ্ণৌ আছে পঞ্চম স্থানে।
এবারের আইপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোস্তাফিজকে ১ মে পর্যন্ত ছুটি দিয়েছে। এই সময়ের মধ্যে চেন্নাইয়ের ম্যাচ আছে ২৩ এপ্রিল (লক্ষ্ণৌ), ২৮ এপ্রিল (হায়দরাবাদ) ও ১ মে (পাঞ্জাব)। আগামী ৩ মে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আসরটি থেকে দেশে ফিরেই জাতীয় দলে যোগ দেওয়ার কথা মোস্তাফিজের। তবে মোস্তাফিজ দেশে ফিরলে মহেন্দ্র সিং ধোনি-মাইক হাসিদের মন খারাপ হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মোস্তাফিজ চলে গেলে আমরা খুব কষ্ট পাবো: মাইক হাসি https://corporatesangbad.com/79770/ |