দরপতনের শীর্ষে অলিম্পিক এক্সেসরিজ

Posted on April 23, 2024

রাব্বি : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ৩১০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৩ এপ্রিল) অলিম্পিক এক্সেসরিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৯.৯০ টাকা থেকে ২৩.৫০ টাকায়। গতকাল সমাপনী শেয়ার দর ছিল ১৪.৩০ টাকা, ওপেনিং দর ১৪.৫০ টাকা, আজকের দিনে দর উঠানামা করেছে ১২.৯০ টাকা থেকে ১৪.৫০ টাকার মধ্যে এবং সমাপনী দর ছিল ১৩.০০ টাকা। ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থা করেছে।