নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের তিন উদ্যোক্তা পরিচালক মোহম্মদ গোলাম মোরশেদ, গোলাম রসুল মুক্তাদির ও মোহাম্মদ গোলাম কিবরিয়া ১ লাখ করে কোম্পানিটির মোট ৩ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পৃথকভাবে এ শেয়ার বিক্রি করবেন উদ্যোক্তা পরিচালকরা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হাক্কানী পাল্পের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৯ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ২৫ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯০ লাখ। এর মধ্যে ৪৬ দশমিক ২৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ৩ দশমিক শূন্য ৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫০ দশমিক ৬৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শেয়ার বেচবেন হাক্কানী পাল্পের উদ্যোক্তা পরিচালক https://corporatesangbad.com/7972/ |