বান্দরবানের ৩ উপজেলায় ভোট স্থগিত: ইসি সচিব

Posted on April 23, 2024

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। যৌথ অভিযানের কারণে এ তিন উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপজেলা নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান ইসি সচিব।

৮ মে ষষ্ঠ উপজেলা পরিষেদের প্রথম ধাপে রুমা, থানচি ও রোয়াংছড়িসহ বান্দরবানের সাতটি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৈঠকে কমিশনার আহসান হাবিব খান, আনিছুর রহমান, মো. আলমগীর, রাশেদা সুলতানাও অংশ নেন। এ ছাড়া নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন:

বাংলাদেশ-কাতার ১০ চুক্তি ও সমঝোতা সই 

‘বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব’ গঠন করা হয়েছে: প্রধানমন্ত্রী