লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

Posted on April 22, 2024

রাব্বি : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির ৫৭৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার (২২ এপ্রিল) এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩৩ কোটি ৪২ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২২.০০ টাকা থেকে ৫৪.৩০ টাকা। গতকাল শেয়ার দর ছিল ৪৯.৫০ টাকা ,আজকের ওপেনিং দর ছিল ৪৯.৩০ টাকা, আজকের দিনে দর উঠানামা হয়েছে ৪৭.৫০ টাকা থেকে ৫৪.৩০ টাকার মধ্যে এবং সমাপনী দর ছিল ৫২.৫০ টাকা। ২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড বর্তমানে এন ক্যাটাগরিতে অবস্থান।