চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহ অব্যাহত, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি

Posted on April 22, 2024

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: গত এক সপ্তাহ থেকে অব্যাহত তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জীবন। তবে, আজ দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে অতি তীব্র তাপদাহ রূপ নিয়েছে তীব্র তাপদাহে।

সোমবার (২১ এপ্রিল) বিকেল ৩ টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে সূর্যের চোখ রাঙানিতে উত্তপ্ত হয়ে উঠেছে দুই জেলার জনপদ। দিনের মতোই থাকছে রাতের তাপমাত্রা। তীব্র তাপদাহে শান্তি নেই কোথাও। গরমে একটু স্বস্তি পেতে গাছের ছাঁয়ায় আশ্রয় নিচ্ছে মানুষ। দিন ও রাতের তাপমাত্রায় খুব বেশি পার্থক্য না থাকায় দুর্বিষহ হয়ে পড়েছে এখানকার জনজীবন।

এদিকে তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারি ও এলাকাবাসীকে সতর্ক করছে জেলা ও উপজেলা প্রশাসন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চলমান তীব্র তাপদাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।