পাঁচ কার্যদিবস পর সূচকে উত্থান, বেড়েছে লেনদেন

Posted on April 22, 2024

 রাব্বি : আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার (২২ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ১৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৭৪ পয়েন্টে।

তথ্য অনুসারে, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১২৪৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১৯৮৩ পয়েন্টে অবস্থান করছে।

পর্যাবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইতে ৫৭৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৭৮ কোটি ২৩ লাখ টাকা।

জানা যায়, সোমবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২৪টি কোম্পানির, বিপরীতে ১১২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়াটিক ল্যাবরেটরিজ, বীকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন সন, তৌফিকা ফুডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, বেস্ট হোল্ডিংস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ফু-ওয়াং ফুড ও ফু-ওয়াং সিরামিক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, এসইএমএল লেকচার মি.ফা., ফু-ওয়াং ফুড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডিবিএইচ ফার্স্ট মি. ফা., ইসলামি ইন্সু:, এনআরবি ব্যাংক, এসইএমএল আইবিবিএল মি.ফা., পাওয়ার গ্রীড ও কে অ্যান্ড কিউ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- খান ব্রাদার্স পিপি, এনবিএল, স্ট্যান্ডার্ড সিরামিকস, রেনউইক যজ্ঞেশ^র, সেলভো কেমিক্যাল, জেএমআই সিরিঞ্জ, আইএফআইসি ফার্স্ট মি. ফা., আনলিমা ইয়ার্ণ, ইবিএল ও গ্রীণ ডেল্টা মি. ফা.।