চুয়াডাঙ্গায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

Posted on April 22, 2024

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: বিয়ের আয়োজন চলছিল। কনের বাড়ি যাবে বরপক্ষ। রাতেই বিবাহ সম্পন্ন হবে। বরপক্ষের আগমন উপলক্ষে চলছিল রান্নার আয়োজন। শেষ মেষ বিয়ে হয়নি। সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়ে যায়। বর ও কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালতে করা হয় জরিমানা। ছেলে ও মেয়ের পূর্ণবয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে মুচলেকা নিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

রবিবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের ইসলাম পাড়ায় এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাজ্জাদ হোসেন।

এ সময় তিনি বলেন, গোপণ সংবাদে জানতে পারি রবিবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ায় বাল্যবিবাহ হচ্ছে। সদর থানা পুলিশের একটি টিমকে সাথে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় ছেলের বয়স ২১ না হওয়ায় তার বাবা সাহাবুল ইসলামকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ৫ হাজার টাকা এবং কনের বয়স ১৮ না হওয়ায় তার বাবা আজিম উদ্দিনকে একই ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে উভয় পরিবারকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কে অবগতপূর্বক মুচলেকা দেয়া হয়।