স্কয়ার ফার্মা পরিচালকের শেয়ার কেনা সম্পন্ন

Posted on April 22, 2024

রাব্বি : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালক তপন চৌধুরী কোম্পানিটির ২০ লাখ শেয়ার কিনেছেন। গত ১১ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদ্যমান বাজারদরে এ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন তিনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৩৫.১৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছ ১৫.২২ টাকা, বিদেশিদের হাতে রয়েছে ১৩.৯৫ টাকা এবং বাকি ৩৫.৬৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২০৯.৫০ টাকা থেকে ২২২.৭০ টাকা। গতকাল শেয়ার দর ছিল ২১৩.০০ টাকা ,আজকের ওপেনিং দর ছিল ২১৪.১০ টাকা এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত আজকের দিনে দর উঠানামা হয়েছে ২১২.৫০ টাকা থেকে ২১৪.৮০ টাকার মধ্যে। ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।