বেনাপোলে পাচারকারীর ফেলে যাওয়া ১০টি স্বর্ণের বার উদ্ধার

Posted on January 24, 2023

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তের ব্রীজের উপর থেকে পাচারকারীর ফেলে যাওয়া ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারী) রাত সাড়ে ১১টার সময় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ পাচারকারী পালিয়ে যায়।

যশোরের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ানন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণ পাচারকারী সদস্যরা সাদিপুর সীমান্ত দিয়ে ভারতের স্বর্ণ পাচার করবে, এমন সংবাদের ভিত্তিতে ওসি কামাল হোসেন ভূইয়ার নেতৃত্বে বেনাপোল পোর্ট থানা পুলিশ সেখানে অভিযান চালালে স্বর্ণ পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে তার মধ্যে কসটেপে মোড়ানো ১০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১শ৬২ গ্রাম।

উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি টাকা। উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করা হবে।স্বর্ণ পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।