সূচকের সাথে কমেছে লেনদেন

Posted on April 21, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩টি কোম্পানির ১৪ কোটি ৮৬ লক্ষ ৫ হাজার ৪৭৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৭৮ কোটি ২৩ লক্ষ ৪৭ হাজার ৯৪৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩২.৯৮ পয়েন্ট কমে ৫৬৫৩.৭১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.১৪ পয়েন্ট কমে ১৯৮২.৪৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.০১ পয়েন্ট কমে ১২৩৮.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ২৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়াটিক ল্যাবরেটরিজ, গোল্ডেন সন, স্যালভো কেমিক্যাল, আলিফ ইন্ডাস্ট্রিজ, তৌফিকা ফুডস, রবি অজিহাটা, ফু-ওয়াং সিরামিক, বেস্ট হোল্ডিংস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও সেন্ট্রাল ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, শাশা ডেনিমস, রবি অজিহাটা, ফার্মা এইডস, স্যালভো কেমিক্যাল, পূবালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, দেশবন্ধু পলিমার ও কোহিনূর কেমিক্যাল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইন্টারন্যাশনাল লিজিং, এডিএন টেলিকম, খুলনা প্রিন্টিং, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, সোনারগাঁ টেক্সটাইল, ডেল্টা স্পিনার্স. লংকা-বাংলা ফাইন্যান্স, ইস্টার্ন ক্যাবলস, জুট স্পিনার্স ও প্রগতী ইন্স্যুরেন্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০৪৭১০২১৭২৭৪৪.০০।