প্রাইভেট হাসপাতালে রোগ নির্ণয় পরীক্ষার ফি নির্ধারণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

Posted on April 20, 2024

গাজীপুর প্রতিনিধি : স্বাস্থ্য সুরক্ষা আইন করে দেশের সকল প্রাইভেট হাসপাতালে রোগ নির্ণয় পরীক্ষার ফি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। গ্রামীণ স্বাস্থ্য সেবা উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে গাজীপুর কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে মন্ত্রী এ কথা জানান।

ডা: সামন্ত লাল সেন বলেন, গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালকে কিভাবে আরও সচল করা যায়, এখানে এসে মানুষ আরও সেবা নিতে পারেন সেই পদক্ষেপ নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল ইসলাম পাপন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন মাহামুদা আক্তারসহ হসপিটালের কর্মকর্তারা।

এর আগে হাসপাতালের নারী ও পুরুষ ওর্য়াড পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী।