সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

Posted on April 20, 2024

রাব্বি : বিদায়ী সপ্তাহে ১৫ এপ্রিল-১৮ এপ্রিল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। তাতে সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জানা গেছে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৯১ শতাংশ অবদান এশিয়াটিক ল্যাবরেটরিজের।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২২.০০ টাকা থেকে ৫৩.৭০ টাকা। ১৮-৪-২০২৪ এ ওপেনিং দর ছিল ৪৬.০০ টাকা, ঐ দিনে দর উঠানামা হয়েছে ৪৫.৬০ টাকা থেকে ৫০.৮০ টাকার মধ্যেএবং সমাপনী দর ছিল ৫০.৮০ টাকা। ২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডএন ক্যাটাগরিতে অবস্থান করছে।