সূচকের পতনে লেনদেন শেষ

Posted on April 18, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১৭ কোটি ২৬ লক্ষ ১২ হাজার ৬২৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫২২ কোটি ৫১ লক্ষ ৪ হাজার ১৬১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৭৭.০৮ পয়েন্ট কমে ৫৬৮৬.৬৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২২.৭৮ পয়েন্ট কমে ১৯৮৪.৫৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.৮৬ পয়েন্ট কমে ১২৪৬.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ৩৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেস্ট হোল্ডিংস, তৌফিকা ফুডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন সন, সেন্ট্রাল ফার্মা, ফু-ওয়ান ফুড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, ফু-ওয়াং সিরামিক ও মালেক স্পিনিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডাচ-বাংলা ব্যাংক, স্যালভো কেমিক্যাল, হাইডেলবার্গ সিমেন্ট, ইফাদ অটোস, বেস্ট হোল্ডিংস, এইচ আর টেক্সটাইল, প্রগতী ইন্স্যুরেন্স, সিকদার ইন্স্যুরেন্স ও গোল্ডেন সন।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফারইস্ট ফাইন্যান্স, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, খুলনা প্রিন্টিং, ডিবিএইচ ফার্স্ট মিঃ ফাঃ, আইডিএলসি, আইএফআইএল ইসলামি মিঃ ফাঃ-১, এনসিসিবিএল মিঃ ফাঃ-ওয়ান ও প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০৬৩২৫১১২৮৭৯০.০০।