ফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড রেকর্ডস) এর অধ্যাপক জেরেমি ক্রিপসকৃত ইংরেজি অনুবাদ থেকে বঙ্গানুবাদ

Posted on April 20, 2024

এন জি চক্রবর্তী
(পূর্ব প্রকাশিতের পর) ১৬তম অংশ

দ্বিতীয় ভাগ।
দশম অধ্যায়
হিসাবের খাতা নং-২:
জার্নাল।

এর প্রকৃতি আর এতে কি লিখা থাকে।

সাধারণ ব্যবসায়ীরা দ্বিতীয় যে খাতাটা ব্যবহার করেন তা হলো ’জার্নাল’। এর চেহারাটা মেমোরেন্ডামের মতই আর প্রত্যেক বছরের জন্য পৃথক পৃথক জার্নাল বই রাখতে হবে, যেমনটি ষষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে। প্রত্যেক পাতায় বছর তারিখ দিয়ে ইনভেন্টরীর প্রতিটি আইটেমকে একে একে লিখবেন।

’জার্নাল’ বা ’প্রাইভেট লেজার’ যে নামেই ডাকিনা কেন, এতে ব্যবসায়ীর ব্যক্তিগত স্থাবর অস্থাবর সম্পত্তির সব খুঁটিনাটি বর্ণনাসহ লিখে রাখতে হবে। সেসব সম্পত্তির যে দলিল তার রেফারেন্স রাখতে হবে। আবার সে দলিলগুলো কোন আলমারির কোন তাকে আছে তাও লিখে রাখা ভাল, যেন প্রয়োজনে তা চোখ বুঁজে বের করা যায়।

এভাবে ইনভেন্টরীর প্রতিটা আইটেম যেন জার্নালে পরিষ্কার ও নিয়মমাফিকভাবে লিখা হয় তা নিশ্চিত করতে হবে। নিচের দেখানো উপায়ে প্রয়োজনে সংক্ষিপ্ত বিবরণ লিখে রাখবেন। জার্নালে দু’টি স্পেশাল টার্ম ব্যবহার করার ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। ভেনিসের বড় ব্যবসায়ীরা ঠিক এভাবেই হিসাবের খাতা রাখেন।

দ্বিতীয় ভাগ।
এগারো অধ্যায়।
জার্নালের দু’টি স্পেশাল টার্ম।
’টু’ ও ’বাই’।

এর আগে দশম অধ্যায়ে আপনারা নিশ্চয়ই জার্ণালের দু’টি স্পেশাল টার্ম লক্ষ্য করেছেন। এর একটি হচ্ছে ’টু’ ও অন্যটি হচ্ছে ’বাই’।
ডেবিট এন্ট্রির আগে বসে ’টু’; আর

ক্রেডিট এন্ট্রির আগে বসে ’বাই’।

এ নিয়ম না মেনে জার্নাল লিখতে যাবেন না। তাই প্রতিটি বিস্তারিত ডেবিট এন্ট্রির আগে বসাবেন ’টু’ আর যার পরে স্বাভাবিকভাইে প্রতিটি বিস্তারিত ক্রেডিট এন্ট্রির আগে ’বাই’।

এভাবে করে প্রতি দু’টি জার্নালকে পৃথক করার জন্য পরবর্তীতে দেয়া উদাহরণ অনুযায়ী দুটো লাইন টানুন।