তিন লাখ শেয়ার বেচবেন ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক

Posted on April 18, 2024

রাব্বি : পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক তিন লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলমের হাতে থাকা ওয়ালটনের ৩ কোটি ৮৯ লাখ শেয়ারের মধ্যে ৩ লাখ শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজার দরে ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৫৩.১০ টাকা থেকে ৬৩.৯০ টাকা। গতকাল শেয়ার দর ছিল ৫৪.৬০ টাকা ,আজকের ওপেনিং দর ছিল ৫৫.০০ টাকা এবং আজকের দিনে দর উঠানামা হয়েছে ৫৪.০০ টাকা থেকে ৫৫.০০ টাকার মধ্যে। ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।