আবারও কাঁটা তারের বেড়ায় অবরুদ্ধ ১০ পরিবার

Posted on April 17, 2024

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে আবারও চলাচলের রাস্তায় তারকাঁটার বেড়া দেওয়ায় অবরুদ্ধ হয়ে আছে ১০টি পরিবার। চলাচলের রাস্তা অবমুক্ত করে দেওয়ার জন্য তাড়াশ থানায় লিখিত অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা। তবে এ অবস্থার স্থায়ী কোনো প্রতিকার না পেয়ে ওই দশটি পরিবার আবারও অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

ঘটনাটি ঘটেছে, তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের রংমহলের পশ্চিম পুকুর পাড়ায়। আজ দুপুরে ওই পরিবার গুলোর পক্ষে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দেয় ভুক্তোভোগী মো. আলহাজ মোল্লা। ভুক্তভোগী আলহাজ জানান, আমরা জন্মের পর থেকে ওই রাস্তা দিয়ে চলাচল করছি। সম্প্রতি রাস্তাটির ব্যক্তি মালিকানা দাবি করে পূর্বে একবার কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে ফেলে জিয়া সরদার। তারপর প্রশাসনের হস্তক্ষেপে সে বন্ধ রাস্তা খুলে দেন। এবার আবারও স্থায়ী ভাবে ওই চলাচলের রাস্তাটি বন্ধ করে দিলে আমরা ১০ পরিবার অবরুদ্ধ হয়ে পড়ি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রংমহলের পশ্চিম পুকুর পাড়ায় দীর্ঘ ৫০ বছর ধরে ওই ১০টি পরিবার প্রতিদিন চলাচল করে আসছে। কিন্তু সম্প্রতি ব্যক্তিমালিকানা দাবি করে রাস্তাটিতে আবারও তারকাঁটার বেড়া দিয়ে বন্ধ করে দেয় ওই গ্রামের মৃত ছায়দার সরদাররে ছেলে মো. জিয়া সরদার। এরপর থেকে পরিবারগুলো প্রায় ১০ দিন ধরে অবরুদ্ধ হয়ে আছে।

রাস্তাটির ব্যক্তিমালিকানা দাবি করে মো. জিয়া সরদার বলেন, লোকজন চলাফেরা করায় আমাদের নানা সমস্যা হচ্ছে। তাই তারকাঁটা দিয়ে বন্ধ করে দিয়েছি।

তবে বিষয়টি জানেন না নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু। তিনি বলেন, কেউ জানালে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই মানুষের চলাফেরার রাস্তা বন্ধ করা যাবে না।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. নজরুল ইসলাম বলেন, অভিযোগ দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো ব্যক্তির বাড়ি থেকে বের হওয়ার রাস্তা কেউ আটকাতে পারবে না। আটকানোর কোনো নিয়ম নাই।