ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের লভ্যাংশ বিতরণ

Posted on April 17, 2024

রাব্বি : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড বিনিয়োগকারীদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে। গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিগুলো। আলোচ্য সময়ে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৬৫.৮০ টাকা থেকে ১০৫.০০ টাকা। গতকাল দর ছিল ৮১.২০ টাকা ,আজকের ওপেনিং দর ছিল ৮০.৫০ টাকা, আজকের দিনে দর উঠানামা হয়েছে ৮০.৫০ টাকা থেকে ৮১.৬০ টাকার মধ্যে এবং শেষ সমাপনী দর ছিল ৮১.২০ টাকা। ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড লিমিটেড বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান