সূচকের পতনে লেনদেন শেষ

Posted on April 17, 2024

পুঁজিবাজার ডেস্ক ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১৫ কোটি ৭৮ লক্ষ ৪৮ হাজার ১৮৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৮২ কোটি ৫৩ লক্ষ ২৪ হাজার ৮১১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১০.৮১ কমে ৫৭৬৩.৭৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৩৭ পয়েন্ট কমে ২০০৭.৩৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৬৫ পয়েন্ট কমে ১২৬২.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো, গোল্ডেন সন্স, ফু-ওয়াং ফুড, ফু-ওয়াং সিরামিকস, বেস্ট হোল্ডিংস, আলিফ ইন্ডা:, সিটি জেনা: ইন্সু:, শাইনপুকুর সিরামিকস ও প্যারামাউন্ট টেক্সটাইলস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- কপারটেক ইনস্ডা:, এসইএমএল, লেকচার মি. ফা., একমী ফার্মা, বিডি থাই ফুড, তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো, আমরা নেটওয়ার্ক, আলহাজ¦ টেক্সটাইল, ইফাদ অটোস, পূবালি ব্যাংক ও এসইএমএল এফবিএসএল জিএফ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এলআর গ্লোবাল এম. ফা.-১, নিউ লাইন ক্লোথিং, প্রাইম ১ম আইসিবি এএমসিএল মি. ফা., কর্ণফুলি ইন্সু:, গ্রীণডেল্টা মি. ফা., মেঘনা ইন্সু:, আমান কটন ফাইবারস, পিপলস ইন্সু:, এমবিএল ১ম মি. ফা. ও ফু-ওয়াং ফুড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০৯২৩৯৮৯০৩৩৬৬.০০।