হাইডেলবার্গ সিমেন্টের পর্ষদ সভার তারিখ ঘোষণা

Posted on April 17, 2024

রাব্বি : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ এপ্রিল বিকাল পৌনে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ১৭৯.১০ টাকা থেকে ৩৪৯.৭০ টাকা। গতকাল দর ছিল ২১৯.১০ টাকা ,আজকের ওপেনিং দর ছিল ২১৮.৯০ টাকা, আজকের দিনে দর উঠানামা হয়েছে ২১৮.৯০ টাকা থেকে ২২৪.৭০ টাকার মধ্যে এবং শেষ সমাপনী দর ছিল ২১৯.৭০ টাকা। ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।