নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হওয়ার অভিযোগে মামলা ও জিডি হয়েছে।
চাঁদপুর শহরে নতুন বাজার শাখা পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী অধিক মুনাফা দেয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে ৫ কোটি টাকা নেন। এরপর ৪ এপ্রিল বিকাল ৩টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি নিখোঁজ রয়েছে জানিয়ে মঙ্গলবার (১৬ এপ্রিল) চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেছেন বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির।
অন্যদিকে ২ জন গ্রাহক তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন।
ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী জেলার কচুয়ার ঘাগড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি স্বপরিবারে কুমিল্লায় থাকতেন এবং সেখান থেকে চাঁদপুরে এসে দায়িত্ব পালন করতেন। এ ঘটনা প্রকাশ হওয়ার পর পরিবারের কাউকে পাওয়া যায়নি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চাঁদপুরে ৫ কোটি টাকা নিয়ে নিখোঁজ পূবালী ব্যাংক ব্যবস্থাপক https://corporatesangbad.com/78242/ |