বাংলাদেশে আশ্রয় নিলেন বিজিপির আরও ১৩ সদস্য

Posted on April 16, 2024

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১২ সদস্য।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তপথ দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় তারা।

স্থানীয় সূত্র জানায়, মিয়ানমারের অভ্যন্তরে সরকারি জান্তা বাহিনীর সদস্যরা সংঘাতে বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের নিরস্ত্রীকরণ করে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেছেন, আজ সকালে ১৩ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদেরকে নিরস্ত্র করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ১১ মার্চ মিয়ানমারের ১৭৯ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নেন।