দুই কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণ

Posted on April 16, 2024

রাব্বি : বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) এবং বিএসআরএম স্টিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়।

তথ্য মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিগুলো। আলোচ্য সময়ে বিএসআরএম এবং বিএসআরএম স্টিলস ২৫ শতাংশ বা শেয়ার প্রতি আড়াই টাকা হারে নগদ লভ্যাংশ দিয়েছিল।