ওয়ান ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

Posted on April 16, 2024

 রাব্বি : পর্ষদ সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক পিএলসি। আগামী ২৪ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

তথ্য মতে, সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে। আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিলো।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৭.৮০ টাকা থেকে ১১.৬০ টাকা। গতকাল দর ছিল ৮.০০ টাকা ,আজকের ওপেনিং দর ছিল ৮.০০ টাকা, আজকের দিনে দর উঠানামা হয়ে ছিল ৭.৯০ টাকা থেকে ৮.১০ টাকার মধ্যে এবং শেষ সমাপনী দর ছিল ৮.০০ টাকা।  ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ওয়ান ব্যাংক পিএলসি। বর্তমানে  বি ক্যাটাগরিতে অবস্থান করছে।