তাপপ্রবাহ কত দিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

Posted on April 16, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক : সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। ফলে দেশের আট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী সপ্তাহে কিছু জেলায় তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা আবহাওয়া অফিসের।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে, একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিরাজমান তাপ প্রবাহের পরিস্থিতি প্রশমিত হতে পারে এবং দেশের অন্যত্র বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। একই সময়ে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এ ছাড়া বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে খেপুপাড়ায় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে আজকে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৬ থাকতে পারে।

এদিকে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, গতকাল সোমবার (১৫ এপ্রিল) থেকেই সারা দেশে দাবদাহ চলছে। বুধবার কিছুটা কমতে পারে। এতে আগামী কিছু দিন কিছুটা কম গরম অনুভূত হবে। তবে আগামী শনিবার (২০ এপ্রিল) সেটা আবারও বাড়বে।

‘রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গাসহ আশপাশের কিছু জেলায় দাবদাহ তীব্র আকার ধরাণ করার আশঙ্কা রয়েছে’, যোগ করেন এই আবহাওয়াবিদ।