উত্তরা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

Posted on April 16, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসি। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ এবং বাকি সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ২২.০০ টাকা থেকে ২৭.৮০ টাকা। গতকাল সমাপনী দর ছিল ২৫.৮০ টাকা, আজকে ওপেনিং দর ছিল ২৬.২০ টাকা এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত আজকে দিনে দর উঠানামা করেছে ২৫.৬০ টাকা থেকে ২৬.২০ টাকার মধ্যে। ১৯৮৪ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত উত্তরা ব্যাংক পিএলসি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।