ঈদ ও পহেলা বৈশাখের ছুটি শেষে পুঁজিবাজারে লেনদেন শুরু

Posted on April 15, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) টানা পাঁচ দিনের ছুটি শেষে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে। গত ১০ এপ্রিল থেকে টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ সোমবার (১৫ এপ্রিল) পুঁজিবাজারে লেনদেন চালু হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে

জানা গেছে, ঈদের ছুটির পর আজ থেকে পুঁজিবাজারে লেনদেন যথারীতি সকাল ১০ টায় শুরু হবে এবং দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত চলবে। এসময় পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। তবে ডিএসইর অফিস সময় সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪টা এবং সিএসইর অফিস সময় সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

দেখা যায়, এদিকে রমজানে উপলক্ষে পুঁজিবাজারে লেনদেন সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলছিলো। এছাড়া পোস্ট ক্লোজিং সেশন ছিলো দেড়টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত।