মৃত্যুর হাত থেকে রক্ষা পেলো ভূবন চিল পাখিটি

Posted on April 10, 2024

তিমির বনিক, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খেজুরিছড়া চা বাগানে আহত অবস্থায় ভূবন চিল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে পাখি বিক্রি করবে এমন খবরে দৌড়ে ছুটে যায় এই দুই সংবাদকর্মী,যখন জানতে পারে সাংবাদিক তখন বো দৌড় পাখিটা ফেলে। পরে উদ্ধার করে স্ট্যানড ফর আওয়ার উইলফিল্ড ( S E W) টিমের কাছে হস্তান্তর করে সংবাদকর্মী বাবলু ঠাকুর ও তিমির বনিক।

হস্তান্তরের পর চিকিৎসা সেবা দিয়ে ভূবন চিল পাখিটি শ্রীমঙ্গল বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল বন ও প্রানী বিভাগের কর্মকর্তা ফরেস্ট গার্ড সুব্রত সরকার তা গ্ৰহন করেন।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদে থাকুক পৃথিবীর সকল বন্যপ্রাণী এই লক্ষে সকলের সহযোগিতায় পরিবেশ বান্ধব পৃথিবী গড়ে উঠুক এমন প্রত্যাশা করেন সংবাদকর্মী তিমির বনিক।