৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এসএস স্টিল

Posted on April 15, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেড ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। গত ৯ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় বন্ড ইস্যুর সিদ্ধান্ত অনুমোদন করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এসএস স্টিলের বন্ডটি হবে আনসিকিউরড, কনভার্টেবল বা রিডিমেবল কুপন বিয়ারিং বন্ড। যার মেয়াদ হবে ৭ বছর বা ইস্যুর তারিখ থেকে ৮৪ মাস। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টে ইস্যু করা হবে।

দেখা গেছে, বন্ড ইস্যুর মাধ্যমে এসএস স্টিল পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তেলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ এবং বিদ্যমান বিএমআরই প্রকল্পের আধুনিকীকরণ, পুনর্বাসন, এবং সম্প্রসারণ করবে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ১০.৬০ টাকা থেকে ১৬.৮০ টাকা। ৯-৪- ২০২৪ এ দর ছিল ১৩.৯০ টাকা এবং ওপেনিং দর ছিল ১৩.৯০ টাকা। ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি এসএস স্টলি লমিটিডে বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।