নর্দান জুট ম্যানুফ্যাকচারিংয়ের সর্বোচ্চ দর পতন

Posted on April 8, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ৩৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৮ এপ্রিল) নর্দান জুট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ৬০ পয়সা বা ৩ দশমিক ৮৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।