লেনদেনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

Posted on April 8, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সোমবার (৮ এপ্রিল) আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৫৩.৪০ টাকা থেকে ১১২.০০ টাকা। আজকের ওপেনিং দর ছিল ১০৭.৬০ টাকা ,আজকের দিনে দর উঠানামা হয়ে ছিল ১০৭.০০ টাকা থেকে ১১২.০০ টাকার মধ্যে এবং শেষ সমাপনী দর ছিল ১১০.৩০ ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।