ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন ১২ শতাংশ কমেছে

Posted on April 8, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : ডিএসইতে গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর বাড়ার পাশাপাশি প্রধান সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ১১ দশমিক ৯৬ শতাংশ কমেছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ১০ শতাংশ। আগের সপ্তাহে ৪ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়।

পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে মোট ৪১২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত ছিল ১৬৮ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১৭টির। দৈনিক গড় লেনদেন হয় ৪৩৪ কোটি ৮৪ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ৪৯৩ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ১১ দশমিক ৯৬ শতাংশ।