ডিএসইতে সূচক ও লেনদেন উত্থানের ধারা অব্যাহত

Posted on April 6, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

জানা গেছে , গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ০৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৭৯৬ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ দশমিক ২৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৩ শতাংশ বেড়ে ১ হাজার ২৬৬ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৭৯ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ বেড়ে দুই হাজার ১৪ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করে।

সূত্র মতে, ডিএসইতে লেনদেন হয় ৪৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২ কোটি ৭৮ লাখ টাকা বেড়েছে। এদিন ১৪ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৫৮৩টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৭২৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২২টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত ছিল ৬২টির দর