মুনাফা পাঠিয়েছে পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ড

Posted on April 6, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : গত বছরের ২৩ সেপ্টেম্বর থেকে এ বছরের ২২ মার্চ পর্যন্ত সময়ের জন্য পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ড বার্ষিক ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছিল। ঘোষিত এ মুনাফা ইউনিটধারীদের কাছে পাঠিয়েছে বন্ডটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের পর্ষদ বার্ষিক ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছে।

পর্যালোচনায় দেখা যায়, গত বছরের ২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করা হয়েছিল। ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর থেকে গত বছরের ২২ মার্চ পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছিল বন্ডটির ট্রাস্টি।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৪,৫০০.০০ টাকা থেকে ৪,৯০০.০০ টাকা। ৪-৪-২০২৪ এ শেষ সমাপনী দর ছিল ৪,৬০০.০০ টাকা। ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ড লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।