তাঁদের ভরসা ‘কর্ণফুলী এন্টারপ্রাইজ’

Posted on April 6, 2024

কর্ণফুলী প্রতিনিধি: এদের কেউ শ্রমিক, কেউ কৃষক, কেউ দিনমজুর, রয়েছে সাম্পান মাঝি আর প্রতিবন্ধী। এ রকম ১৭০ জন হতদরিদ্র মানুষের 'ঈদ ভরসা' হলো কর্ণফুলী এন্টারপ্রাইজ। যাঁদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় বছর শেষে ফুটিয়েছেন তৃপ্তির হাসি। ১৭০ জনের প্রত্যেক সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে ১২ হাজার ৫০০ শত টাকা করে।

পরিপূর্ণ ঈদ আনন্দ ও আমেজ বাড়াতে এই উদ্যোগে নিলেন 'কর্ণফুলী এন্টারপ্রাইজ’। যাঁদের প্রশংসা করছে জুলধা ডাঙ্গারচরের শত শত মানুষ।

সংগঠনটির সদস্য মো. সাদ্দাম বলেন, ‘কদিন পরেই ঈদ। পকেটে কোন টাকা পয়সা ছিলো না। কপালে চাপা কষ্টের ভাঁজ পড়েছিলো। বাসায় ছোট্ট মেয়েটির বায়না। ঈদে নতুন জামা চাই। কিন্তু কালকে সংগঠন থেকে সাড়ে ১২ হাজার টাকা হাতে পেয়ে হঠাৎ নিজের অজান্তেই চোখে পানি এসে গেল। কেননা, এই সংগঠনটির সভাপতির স্বচ্ছতাই আমাদের ১৭০টি পরিবারের আবেগ ও বিশ্বাস।’

সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম হৃদয় বলেন, ‘ব্যতিক্রমী এই উদ্যোগটি বিগত ১০ বছর ধরে আমরা পালন করছি। এছাড়াও আমাদের উদ্যোগে এলাকার রাস্তা-ঘাট মেরামত, গরীব পরিবারের মেয়েদের বিবাহের ব্যবস্থা, অসুস্থ্য মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক নানা দাবি-দাওয়া পূরণ করার চেষ্টা করছি।

গত শুক্রবার আয়োজিত ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম হৃদয়, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, আলী আহমদ, ফখরুল ইসলাম, মনির আহমদ,মোঃ সালাউদ্দিন, মোঃ সাইদুল, কায়সার উদ্দিন রিপন, মোঃ রাসেল, মোঃ হৃদয় প্রমূখ। প্রতিবারের মতো এবারও তাঁরা ইফতার মাহফিলের শেষে সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে মোনাজাত করেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে “কর্ণফুলী এন্টারপ্রাইজ” নামক সংগঠনটির শুরু হয় সদস্যদের মাসিক চাঁদায়। পাশাপাশি জুলধা বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে সেখানে ব্যবহৃত ফার্নেস ওয়েল সংগ্রহ করে হাত বদল করেন।

এতেই দুয়েক টাকার লভ্যাংশ জমা হয় সংগঠনের তহবিলে। সেখান থেকেই বছরের দুই ঈদে সদস্যদের মাঝে ঈদ বোনাস প্রদান করা হয়।