রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের উদ্যোক্তা মামুনুর রশিদ তার কাছে থাকা ১৩ লাখ ৫ হাজার শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার হস্তান্তর করেছেন। এর মধ্যে তার ছেলে আহনাফ রাফিদ ৬ লাখ এবং তার মেয়ে আয়েশা আমেনা নুহাকে ৪ লাখ শেয়ার দিয়েছেন। তারা দুজনই কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারী।
জানাগেছে, গত ২৭ মার্চ ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে এ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন তিনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৯১.০০ টাকা থেকে ১৫৯.৫০ টাকা। ৪-৪-২০২৪ এ ওপেনিং দর ছিল ১১৯.৯০ টাকা, ঐ দিনে দর উঠানামা হয়ে ছিল ১১৬.০০ টাকা থেকে ১১৯.৯০ টাকার মধ্যে এবং শেষ সমাপনী দর ছিল ১১৭.২০ টাকা। ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
এডিএন টেলিকম উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন https://corporatesangbad.com/77053/ |