বেলকুচিতে ভিজিএফের ১৩ বস্তা চাউল উদ্ধার

Posted on April 6, 2024

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ভিজিএফের ১৩ বস্তা চাউল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫এপ্রিল) বিকেলে বেলকুচি পৌর এলাকার চালা বায়নাপাড়া এলাকায় একটি আঞ্চলিক সড়কের ওপরে পড়ে থাকা অবস্থায় চাউলের বস্তাগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, চালা রয়না পাড়া গ্রামের বাসিন্দারা চাউলের ব্যাপারী সহ বস্তাগুলো আটক করে। পরে বস্তা রেখে ব্যাপারী পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে চাউলের বস্তাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

থানা পুলিশ উপ-পরিদর্শক হানাসুর রহমান জানান, আমরা জানতে পারি যে ১৩ বস্তা চাউল রাস্তায় পরে আছে। এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে চাউলে বস্তাগুলো ওখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

স্থানীয়দের ভাষ্য মতে চাউলগুলো ভিজিএফ এর। সুবিধাভোগিদের কাছে থেকে একজন ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা আটকে দিলে ব্যাপারী বস্তাগুলো রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।