রিয়েল এস্টেট লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন রূপায়ণ সিটির সিইও

Posted on January 23, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক : রিয়েল এস্টেট লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম মাহবুবুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে কর্পোরেট সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে আসছেন।

সম্প্রতি ঢাকার হোটেল শেরাটনে এলএফবি লিডারশিপ এক্সিলেন্স সামিট ২০২২ অনুষ্ঠিত হয়। সেখানে দেশের ২৩টি সেক্টরের প্রায় ২’শ জন লিডার অংশগ্রহণ করেন। যেখানে বিভিন্ন খাতে অবদানের জন্য ১৩ জনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এম মাহবুবুর রহমান ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে এমএসএস ডিগ্রি লাভ করেন এবং ২০০১ সালে একই বিভাগ থেকে বিএসএস ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে ২০০৫ সালে তিনি অ্যাসেট ডেভেলপমেন্টস যোগদানের মাধ্যমে রিয়েল এস্টেট শিল্পের জন্য কাজ করা বেছে নেন। তিনি ২০১০-২১ সাল পর্যন্ত স্যানমার প্রপার্টিজ লিমিটেডে (ঢাকা ও চট্টগ্রাম) নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন। তিনি রূপায়ণ সিটি উত্তরার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং বর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত রয়েছেন।

রিয়েল এস্টেট লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এম মাহবুবুর রহমান বলেন, কাজের স্বীকৃতি প্রতিনিয়ত সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। ১৮ বছর আগে রিয়েল এস্টেট শিল্প অনেকের কাছে পছন্দের ছিলো না। যাইহোক, আমি রিয়েল এস্টেট শিল্পে আমার ক্যারিয়ার গড়তে বেছে নিয়েছি। আজ আমার মনে হচ্ছে সেই সিদ্ধান্ত সঠিক ছিলো, আমি দেশের জন্য কিছু করতে পেরেছি, তরুণদের জন্য একটি উদীয়মান প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি।

এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলএফবি সভাপতি খন্দকার কবির। এছাড়াও এলএফবি সহ-সভাপতি ডা. হালিদা হানুম আক্তার, এলএফবি ডিরেক্টর তামান্না রাব্বানী, এলএফবি উপদেষ্টা রুমি আলী, এলএফবি ট্রাস্টি বোর্ডের সদস্য, জনাব ফয়জুর রহমান খান-ব্যবস্থাপনা পরিচালক, বিটিআই, জনাব ইয়াসির আজমান-সিইও, গ্রামীণফোন লিমিটেড এবং জুরি বোর্ডের অন্যান্য সকল সদস্যগণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‍উপস্থিত ছিলেন।এবং এলএফবি জুরি বোর্ডের সদস্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।