গাজীপুর প্রতিনিধি : নারীর ক্ষমতায়নে ‘হার পাওয়ার’ প্রকল্পের মাধ্যমে গাজীপুরে ৮০ জন শিক্ষার্থী বিনামূল্যে পেলেন ল্যাপটপ।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে গাজীপুর প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ডিজিকন টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় ল্যাপটপগুলো বিতরণ করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক, উপজেলা আইসিটি প্রধান ইমাম মেহেদী উপস্থিত ছিলেন। পরে গাজীপুর সদর উপজেলার মোট ৮০ জন প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ তুলে দেওয়া হয়। ডিজিকন টেকনোলজিস লিমিটেড প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ বিতরণে সহায়তা করে।
এর আগে জেলা আইসিটি বিভাগের তত্ত্বাবধানে চার মাসের আউটসোর্সিং-এর নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই শিক্ষার্থীদের।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে বিনামূল্যে ল্যাপটপ পেলেন ৮০ শিক্ষার্থী https://corporatesangbad.com/76598/ |