ডেমরায় বাসের গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

Posted on April 2, 2024

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরা এলাকায় লন্ডন এক্সপ্রেস পরিবহনের "ভলভো" বাসের গ্যারেজে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং সোমবার রাত ৯ টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রনে অনতে সক্ষম হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোন খবর খবর পাওয়া যায়নি।

সোমবার (১ এ্রপ্রিল) রাত সাড়ে ১০ টায় "দি লাইফ সেভিং ফোর্স বাহিনী" সদরদপ্তর মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত ৮ টা ৫০ মিনিটে ডেমরার কোনাপাড়া ধার্মিকপাড়া এলাকায় লন্ডন এক্সপ্রেস পরিবহণ সার্ভিসের "ভলভো" বাসের গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন অন্যান্য বিলাসবহুল বাসে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। তখন খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট রাত ৮ টা ৫৯ মিনিটে ঘটনাস্হলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সিদ্দিকবাজার থেকে আরও ৪টি ইউনিট তাদের সাথে যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, লন্ডন এক্সপ্রেস-এর ১৪ টি বাসে আগুন লাগে । আগুনে বিলাসবহুল দামি গাড়িগুলো অনেকটাই পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তালহা বিন জসিম আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষরিত পরিমাণ জানা যায়নি।