সূচকের পতনে লেনদেন শেষ

Posted on April 1, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১৪ কোটি ৮৯ লক্ষ ২ হাজার ২৭৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৬৮ কোটি ৮২ লক্ষ ১১ হাজার ৯১৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৬৮.৩২ পয়েন্ট কমে ৫৭৬১.৩৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৩.৯৬ পয়েন্ট কমে ২০০৭.৩৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৪.৬৬ পয়েন্ট কমে ১২৫১.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ৩১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- শাইনপুকুর সিরামিক, সেন্ট্রাল ফার্মা, ফু-ওয়াং সিরামিক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল, আইটিসি, তৌফিকা ফুড ও গোল্ডেন সন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মার্কেন্টাইল ইসলামি ইন্স্যুরেন্স, ম্যাকসন্স স্পিনিং, আইটিসি, ই-জেনারেশন, ট্রাস্ট ব্যাংক, শাইনপুকুর সিরামিক, কে এন্ড কিউ, ফার কেমিক্যাল, আইসিবি ফার্স্ট অগ্রনী ব্যাংক মিঃ ফাঃ ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এমারেল্ড অয়েল, খুলনা প্রিন্টিং, গোল্ডেন হারভেস্ট, আইপিডিসি, জুট স্পিনার্স, তাল্লু স্পিনিং, আফতাব অটোস, গোল্ডেন সন, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও নিউলাইন ক্লথিং।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৭৬৭৪৪৯৪৬৯২৮.০০।