রফিকুল ইসলাম (রাব্বি) : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ২৭৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে , রোববার (৩১ মার্চ) শাইনপুকুর সিরামিকসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ২৬.৬০ টাকা থেকে ৪৬.৬০ টাকা। আজকের ওপেনিং ছিল ৩৯.৯০ টাকা , আজকের দর উঠানামা হয়েছে ৩৯.৮০ টাকা থেকে ৪৩.৪০ টাকা এবং আজকের শেষ সমাপনী দর ছিল ৪৩.৪০ টাকা। ২০০৮ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকস বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দরবৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস https://corporatesangbad.com/76038/ |