কর্পোরেট ডেস্ক: প্রতিবেশী হয়ে পরিপূর্ণ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে‘বায়তুল মোকাররম মার্কেট উপশাখা’ উদ্বোধনের মধ্য দিয়ে ১২০০তম উপশাখা স্থাপনের মাইলফলক অর্জন করলো আইএফআইসি ব্যাংক।
রবিবার (৩১ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট উপশাখাটির শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সদস্যবৃন্দও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, দেশব্যাপী ১৪০০ শাখা-উপশাখা নিয়ে বর্তমানে সর্ববৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক স্থাপনের গৌরব অর্জন করেছে আইএফআইসি ব্যাংক।
বাংলাদেশের আনাচে-কানাচে ও প্রান্তিক জনগোষ্ঠির কাছে আর্থিক পরিষেবা পৌছে দেওয়ার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক ২০১৯ সালের ২৩ জুন উপশাখা স্থাপন কার্যক্রম‘প্রতিবেশী ব্যাংকিং’ শুরু করে এবং ইতিমধ্যে এর আওতায় সারা দেশব্যাপী ১২০০ উপশাখা স্থাপনের অনন্য কৃতিত্ব অর্জন করেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
১২০০তম উপশাখার মাইলফলক অর্জন করলো আইএফআইসি ব্যাংক https://corporatesangbad.com/76013/ |