মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Posted on January 23, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: শিক্ষা, শান্তি ও প্রগতির স্লোগান নিয়ে জাতির পিতার হাতে গড়া ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম জন্মদিন পালিত হয়।ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ দেশের সব আন্দোলনে সামনের কাতারে ছিল বাংলাদেশ ছাত্রলীগ।

ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটি ৭৫ বছর পূর্ণ করলো। ইতিহাস, ঐতিহ্যে বা বাংলাদেশের ইতিহাস মানে ছাত্রলীগের ইতিহাস-এরকম বিশেষণে বিশেষায়িত সংগঠনটির রয়েছে অনেক আলোচনা ও সমালোচনা।

সংগঠনটির সাবেকরা বলছেন অনুপ্রবেশকারী সংগঠনটিকে প্রশ্নবিদ্ধ করছে আর বর্তমান নেতৃত্ব বলছে- মহামারি শেষে নতুন রূপে ফিরবে ছাত্রলীগ। আওয়ামী লীগের জন্মের আগেই ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি সময়ের প্রয়োজনেই গড়ে উঠে ছাত্রলীগ। ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬ ছয় দফা, ৬৯’র গণঅভ্যূত্থান, ৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে ছাত্রলীগ ছিল অগ্রভাগে।

মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্র লীগের উদ্যোগে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ রবিবার সকাল ১১টায় মাতামুহুরি উপজেলায় ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতে ছাত্র সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ আসপির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা মিয়া, কক্সবাজার জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, মাতামুহুরি ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাইছারুল হক বাচ্চুসহ মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওতাধীন ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।