চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই সন্তানের জননীর মৃত্যু, আহত দুই শিশু

Posted on January 23, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ সন্তানের জননী রাজিয়া সুলতানা (৪০) নামের একজন মহিলার মৃত্যু হয়েছে ও সাথে থাকা ২ শিশু গুরুতর আহত হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) রাত ৮টার সময় চকরিয়া মহেশখালী সড়কে মহেশখালী সীমান্তে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ সড়ক দুর্ঘটনা মহেশখালী সীমান্তে ঘটে।সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ২ সন্তানের জননীকে মৃত্যু ঘোষণা করেন ও সাথে থাকা ২ শিশু সন্তান গুরুতর আহত হওয়ায় অত্র হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।নিহতের লাশটি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেফাজতে রাখা হয়েছে।

মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানিয়েছেন- খবর পাওয়ার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ওখানে পৌঁছার পর বিস্তারিত জানা যাবে।

সড়ক দুর্ঘটনায় নিহত রাজিয়া সুলতানার বাড়ি হচ্ছে বান্দরবান জেলায়। তিনি দৈনিক সাঙ্গুর বান্দরবানের নিজস্ব প্রতিবেদক এইচএম সম্রাটের ভাবি।