ইউনাইটেড ইন্স্যুরেন্সের এজিএমের প্ল্যাটফর্ম পরিবর্তন

Posted on March 31, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) প্ল্যাটফর্ম পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির আসন্ন এজিএম হাইব্রিড পদ্ধতির পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করায় এই সুবিধা পাবে। তবে এজিএমের প্ল্যাটফর্ম পরিবর্তন ব্যতীত অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত থাকবে।
ডিএসই সূত্র মতে, আগামী ৩০ এপ্রিল কোম্পানিটির ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড সিস্টেমের পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিলো গত ২১ মার্চ।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৩৫.২০ টাকা থেকে ৬৫.০০ টাকা। গতকাল সমাপনী দর ছিল ৩৬.১০ টাকা, আজকের ওপেনিং ছিল ৩৬.১০ টাকা এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত আজকের দর উঠানামা হয়েছে ৩৬.১০ টাকা থেকে ৩৭.১০ টাকা ১৯৯০ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।