হাইডেলবার্গ সিমেন্টের ঋণমান ডাবল এ টু

Posted on March 30, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভূক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ডাবল এ টু ও স্বল্পমেয়াদে এসটি-টু।

জানা গেছে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থান ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ১৭৯.১০ টাকা থেকে ৩৪৯.৭০ টাকা। ২৮-৩-২০২৪ এ ওপেনিং ছিল ২১৭.৬০ টাকা, ঐ দিনে দর উঠানামা হয়েছে ২১৬.৫০ টাকা থেকে ২৩৩.৮০ টাকা এবং শেষ সমাপনী ছিল ২২৬.০০ টাকার মধ্যে। ১৯৮৯ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।